ইশরাফ সিকদার; আমি রাজনীতি— আমার নামেই গড়ে সভ্যতার শিকড়, তবু আমার বুকেই জাগে অন্ধকারের গহ্বর। আমি হিংসা, আমি লোভ, ভ্রাতৃঘাতী এক ধোঁকাবাজ বিষের ভাণ্ডার। আমি অহংকারে চূর্ণ সত্যের পাথর, কণ্ঠে ন্যায়ের মুখোশ, অন্তরে কপটতার আগুন। দেশজুড়ে জ্বালাই বিভেদের শিখা, রক্তে