ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনার জন্য সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ২৮ ও ২৯ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে শুক্রবার (১১ জুলাই) আরব নিউজকে কূটনীতিকরা নিশ্চিত করেছেন।
মূলত গত ১৭-২০ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ১৩ জুন ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে তা স্থগিত করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বানে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের লক্ষ্য—দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের টেকসই সমাধানে দ্বি-রাষ্ট্রনীতি বাস্তবায়নের পথ প্রশস্ত করা।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগেই জানিয়েছেন, সম্মেলনটি নিরাপত্তা ও লজিস্টিক কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল, তবে যত দ্রুত সম্ভব তা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আশা করা হচ্ছে, নতুন সম্মেলনের সময় তিনি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তিনি সম্প্রতি যুক্তরাজ্যকেও একই পথে এগোনোর আহ্বান জানিয়েছেন।
বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
