কক্সবাজারের সাগরপাড়ে ছবি তোলা ও ভিডিও বানানোর দক্ষতায় ভাইরাল হওয়া কিশোরী কাজলকে এখন সবাই চেনে। সৈকতে আসা পর্যটকদের ছবি তুলে দিয়ে ধীরে ধীরে পরিচিতি পেয়েছে সে। তবে নিজের কোনো স্মার্টফোন না থাকায় কাজলের ছিল একরাশ আক্ষেপ—যদিও নিজের নামে একটি ফেসবুক পেজ রয়েছে, যা সে পরিচালনা করে আত্মীয়ের ফোনে।

অবশেষে কাজলের সেই দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলো। রাজশাহীর কন্টেন্ট ক্রিয়েটর দম্পতি ফারহানা বীথি ও তার স্বামী রাদ কাজলকে উপহার দিয়েছেন একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স।

বীথি একটি ভিডিও বার্তায় জানান, “কাজলকে আমরা রাজশাহীতে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলাম। সে অনেকের ছবি তোলে, কিন্তু নিজের কোনো ফোন ছিল না। তাই আমরা তাকে সারপ্রাইজ হিসেবে একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স উপহার দিয়েছি।”

ভিডিওতে দেখা যায়, ফোন পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়ে কাজল। বীথি আরও জানান, কাজলকে ফোন উপহারের এই উদ্যোগ ছিল তার স্বামী রাদের। এখন থেকে কাজল নিজের ডিভাইসে ছবি ও ভিডিও তুলে সহজেই ফেসবুক পেজ পরিচালনা করতে পারবে।