সিবিএন ডেস্ক ;

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে প্রিয়তম রুদ্র (১৬) নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফল প্রকাশের পর কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রিয়তম খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার বাবা কাঞ্চন রুদ্র জানান, দুপুরে খাবার শেষে সে বাইরে যায়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে তাকে জানানো হয়, মামা ফোন করে জানিয়েছে সে দুই বিষয়ে খারাপ করেছে। এরপর সে বাইরে গিয়ে ফোন করার কথা বলে ঘর থেকে বের হয়।

কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ দেখে সন্দেহ করেন। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় টিন কেটে ঘরে ঢুকে দেখা যায়, প্রিয়তম সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসএসসি ফলাফলের হতাশা থেকে এই আত্মহননের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।