আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপির একটি বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট।
শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্তের লেবুবাগান খালের পাড় এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে রেজুপাড়া বিওপির একটি বিশেষ দল সীমান্ত এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। সন্ধ্যায় দুই ব্যক্তি একটি কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে, বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। তবে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায় মিয়ানমারের দিকে। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
