নিজস্ব সংবাদদাতা ;

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত শাহীন বাহিনীর দুই শীর্ষ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফায় পৃথক অভিযানে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব-১৫ এর ল’ অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিকেলে প্রথম অভিযানে রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা এলাকায় অভিযান চালিয়ে শাহীন বাহিনীর সক্রিয় সদস্য জাহাঙ্গীর আলম (৪৪) কে আটক করা হয়। এরপর সন্ধ্যায় একই ইউনিয়নের সিকদারপাড়া বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে বাহিনীর কথিত ক্যাশিয়ার ইকবাল (৪০) কে গ্রেফতার করা হয়।

জাহাঙ্গীর আলম রামুর গর্জনিয়ার থোয়াইঙ্গাকাটা গ্রামের মো. ইসলামের ছেলে এবং ইকবাল একই ইউনিয়নের মাঝিরঘাটা গ্রামের মৃত মোহাম্মদ হোসাইনের ছেলে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তবর্তী রামু, কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ি এলাকায় শাহীন বাহিনী নামে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল। প্রায় ৪০-৪৫ জন অস্ত্রধারী নিয়ে গঠিত এ বাহিনী মাদক পাচার, অস্ত্র ব্যবসা, জমি দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। স্থানীয়দের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল তারা।

অভিযানে গ্রেফতার দুইজনকে রামু থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অভিযানের ফলে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।