সংবাদ বিজ্ঞপ্তি:
১৬ ডিসেম্বর জেলা প্রশাসন, কক্সবাজার এর উদ্যোগে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রামু সেনানিবাসস্থ বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) জন সেনাসদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে নিরাপত্তা দায়িত্ব পালন করেন। স্টেডিয়ামের প্রধান গেটসহ সকল প্রবেশপথে সেনাসদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি গোলধিঘীর পাড় ও পার্শ্ববর্তী এলাকাসমূহে সার্বক্ষণিক মোবাইল টহল পরিচালনার মাধ্যমে যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সেনাসদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে গৃহীত সুসংহত ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার ফলে সম্পূর্ণ অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড্ডয়ন, কুচকাওয়াজ ও বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক আয়োজিত মনোমুগ্ধকর ও প্রাণবন্ত ব্যান্ড ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকল স্তরের আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আয়োজিত এ বিজয় দিবস উদযাপন কক্সবাজারবাসীর মাঝে জাতীয় ঐক্য, গৌরব ও দেশপ্রেমের চেতনাকে আরও সুদৃঢ় করেছে। একই সঙ্গে এ আয়োজন স্বাধীনতার সুফল সংরক্ষণ ও দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা যুগিয়েছে।
পরিশেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতঃপর জেলা প্রশাসক, কক্সবাজার কর্তৃক সম্মানিত জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়ার পক্ষে উপস্থিত লে: কর্নেল তানভীর আহমেদ, এসজিপি, পিএসসি, অধিনায়ক, ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সর্বশেষে জেলা প্রশাসক, কক্সবাজার বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মনোমুগ্ধকর ব্যান্ড ডিসপ্লে প্রদর্শনীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
