আব্দুস সালাম, টেকনাফ;

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়া শতাধিক জেলে পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক।

তিনি জানান, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় বসবাসরত জেলে ও প্রান্তিক আয়ের মানুষজন পানিবন্দী হয়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে। এ পরিস্থিতিতে র‌্যাব-১৫ নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে কাজ করছে।

র‌্যাব-১৫ এর অধিনায়কের নির্দেশে ও উপ-অধিনায়কের নেতৃত্বে ওই এলাকায় মানবিক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, গুড়, মুড়ি, মোমবাতি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ মোট ১৪টি জরুরি পণ্য।

আ.ম. ফারুক আরও জানান, মানবিক এই সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে এবং অন্যান্য দুর্গত এলাকায়ও র‌্যাব ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসবে।