পেকুয়া প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলা সমাজ কল্যাণ পরিষদ। “বৃক্ষরোপণ অভিযান ২০২৫” শীর্ষক কর্মসূচির আওতায় স্থানীয়ভাবে পরিচালিত এই স্বেচ্ছাসেবী অভিযান ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় তৃতীয় ধাপে রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় ও রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির বাস্তবায়ন করা হয়।

এর আগে উজানটিয়া ও মগনামা ইউনিয়নে সফলভাবে এই কর্মসূচি পরিচালিত হয়। মোট সাতটি ইউনিয়নেই ধাপে ধাপে এ কার্যক্রম চলবে। এবারের প্রতিপাদ্য—“একটি হলেও বৃক্ষরোপণ করব মনে মনে, সবুজ দেশের সুষ্ক বাতাস লাগুক সবার প্রাণে”—তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করছে।

গাছ লাগানোর পর শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশ সচেতনতা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে গাছ শুধু সৌন্দর্য নয়, এটি দুর্যোগ প্রতিরোধ, ভূমি রক্ষা ও জীবনের আশ্রয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর, প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক জিয়াবুল করিম, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন আজাদসহ সমাজ কল্যাণ পরিষদের সদস্য সাইফুল ইসলাম, ইসমাইল খান, আরমান বিন কাশেম, নাইমুল আবেদীন, মো. আরকান প্রমুখ।

বৃক্ষরোপণের পাশাপাশি সংগঠনটি দুর্যোগ সহায়তা, স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষা খাতেও কাজ করছে। স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সঙ্গে তাদের সম্পৃক্ততা ইতিবাচক বার্তা ছড়িয়েছে।

পেকুয়া সমাজ কল্যাণ পরিষদের এই ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’ কেবল একটি উদ্যোগ নয়, বরং দেশের উপকূলীয় এলাকায় পরিবেশ রক্ষায় একটি মডেল হয়ে উঠতে পারে। সম্মিলিত প্রয়াসে এমন উদ্যোগ আরও ছড়িয়ে পড়লেই গড়ে উঠবে একটি সবুজ, নিরাপদ ও সহনশীল বাংলাদেশ।