আমি রাজনীতি

প্রকাশ: ১২ জুলাই, ২০২৫ ১১:২৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ইশরাফ সিকদার;

আমি রাজনীতি—
আমার নামেই গড়ে সভ্যতার শিকড়,
তবু আমার বুকেই জাগে অন্ধকারের গহ্বর।
আমি হিংসা, আমি লোভ,
ভ্রাতৃঘাতী এক ধোঁকাবাজ বিষের ভাণ্ডার।

আমি অহংকারে চূর্ণ সত্যের পাথর,
কণ্ঠে ন্যায়ের মুখোশ, অন্তরে কপটতার আগুন।
দেশজুড়ে জ্বালাই বিভেদের শিখা,
রক্তে রাঙাই গলি-প্রান্তরের বিশ্বাস।

আমি আইনভ্রষ্ট—
আইনের মাঝে গড়ি নিজের স্বার্থের রাজ্য,
ন্যায় আমার কাছে কেবল ক্ষমতার ইশারা।
ঘুষে মোহাচ্ছন্ন, ক্ষমতায় নির্মম,
ক্ষমার কণ্ঠে ঝুলিয়ে দিই অন্যায়ের ফাঁসি।

আমি অদৃশ্য এক রক্তপিপাসু দানব,
যুদ্ধ আমার উৎসব, শান্তি আমার শত্রু।
শিশুর হাতে তুলে দিই অস্ত্র,
মায়ের কোলে নিঃসীম শূন্যতা।

আমি মিথ্যার পরাকাষ্ঠা,
সত্যকে ঢাকি কুৎসিত প্রচারের কাপড়ে।
ধর্মে-বর্ণে-শ্রেণিতে গড়ি বিভেদের দেয়াল,
চাঁদার টাকায় বুনে যাই মানুষের ঘুমহীনতা।

তবুও—
যদি জাগে জনতার চেতনা,
যদি ওঠে বুকভরা প্রতিবাদ আর প্রেম,
তবে আমিই পারি বদলাতে সব,
আমি রাজনীতি—
পাপের পাশাপাশি পারি হতে
আলো, মুক্তি, সত্যের প্রহরী।