নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন মামলার চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার হওয়া বিশেষ ক্ষমতা আইনে সাজাপ্রাপ্ত আসামি হলেন—চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম কোণাখালী এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. এস্তাফিজুর রহমান (৪২)।
অন্য মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন—চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঈদমণি লালব্রিজ এলাকার বাইস্যাপাড়ার আবুল কাসেমের ছেলে হুমায়ুন কবির (৪৫), কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইজকাকারা এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে আবদুল মান্নান (৩১) এবং হারবাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকার নুর হোসেনের ছেলে এহেছানুল কবির (২৮)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে থানার এসআই আনোয়ার হোসেন, এসআই ফরহাদ রাব্বি ইশান, এএসআই সোলায়মান খান, মহিব উল্লাহ ও দেব মজুমদারের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এস্তাফিজুর রহমানসহ চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে আসামিদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
