আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গত বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। এতে সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি, পার্বত্য জেলা পরিষদের সদস্য, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং বান্দরবান-৩০০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদীয় প্রার্থী অ্যাডভোকেট মো. আবুল কালাম।
শুভেচনা বার্তায় তিনি বলেন, “শুধু এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে না, শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হয়ে ওঠাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সত্যিকারের মানুষ হওয়াই জীবনের বড় অর্জন। শিক্ষার্থীদের পিতা-মাতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতির কান্ডারী। তাদের মেধা, সততা ও শ্রম ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।”
শুধু কৃতী শিক্ষার্থীদের নয়, তাঁদের পরিশ্রমী অভিভাবকদেরও আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান এডভোকেট আবুল কালাম। পাশাপাশি যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের উদ্দেশেও সাহস জুগিয়ে তিনি বলেন, “হতাশ হওয়ার কিছু নেই। আগামী দিনের জন্য আরও মনোযোগ দিয়ে প্রস্তুতি নাও। ব্যর্থতা হোক আগামী সাফল্যের অনুপ্রেরণা।”
