আবদুস সালাম, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় আটক করা হয়েছে দুই মাদক পাচারকারীকে।

শনিবার (১২ জুলাই) সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার কেকতি বাড়ির মৃত আজ্জেবের ছেলে রাশেদ (৪০) এবং তার স্ত্রী রেজিনা বেগম, যিনি টেকনাফের শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কোস্টগার্ডের শাহপরী আউটপোস্ট কর্তৃক বাহারছড়ার বড় ডেইল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ইজিবাইক থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫ হাজার ৪০০ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।