সিবিএন ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই মাঠে নেমেছে বিএনপি। নারী-পুরুষের সমন্বয়ে ভোটার সংযোগ, লিফলেট বিতরণ ও সেবামূলক নানা উদ্যোগে সরব হয়ে উঠেছে দলের তৃণমূল নেতাকর্মীরা।
রাজধানীসহ সারাদেশে ছোট ছোট টিমে ভাগ হয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরছেন। এতে নারী ভোটারদের সরাসরি সম্পৃক্ত করে নির্বাচনী জনসংযোগ বাড়াচ্ছে দলটি।
বিএনপি নেতারা বলছেন, জামায়াতের একতরফা প্রচারণা ঠেকাতেই তারা আগে থেকেই মাঠে নেমেছেন। একইসঙ্গে নির্বাচনের আগে জনগণের আস্থা ফিরে পেতে সেবামূলক কার্যক্রমও চালাচ্ছে দলটি।
সম্প্রতি উত্তরা ১৫ নম্বর সেক্টরের একটি খাল পরিষ্কার ও দখলমুক্ত করতে উদ্যোগ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে কয়েক সপ্তাহের মধ্যেই খালটি ব্যবহারের উপযোগী করে তোলা হয়— যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা পেয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই সারাদেশে ধানের শীষের প্রচারণা আরও জোরদার করা হবে। তিনি বলেন,
“তফসিল ঘোষণার আগেই আমরা জনগণের পাশে যেতে চাই। এই নির্বাচনে বিএনপি নতুনভাবে আত্মপ্রকাশ করবে।”
দলীয় সূত্রে জানা গেছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করবে। এরপর দেশে ফেরার কথা রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাই নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই বিএনপি দেশব্যাপী জনমত তৈরির লক্ষ্যে সর্বাত্মক প্রচারণা চালাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই আগাম প্রচারণা ২০২৫ সালের জাতীয় নির্বাচনে তাদের রাজনৈতিক উপস্থিতি ও জনআস্থা পুনর্গঠনের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
