আসসালামু আলাইকুম।
আমি ইমাদ সিকদার। রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
আমি চট্টগ্রাম সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত। পড়ালেখার পাশাপাশি সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত।
বাবার হাত ধরে আমি ছোট বেলা থেকেই সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হই। এলাকার গরিব অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছি। এলাকাবাসীর যেকোনো বিপদে আপদে ছুটে যাই। সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি।
আমার সবচেয়ে বড় শক্তি হলো গরিব অসহায় মানুষের দোয়া এবং ভালোবাসা।
গত কয়েকদিন ধরে, কিছু নিউজ পোর্টালে আমার নামে মিথ্যা অভিযোগে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়। এসব সংবাদে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তার ১ শতাংশও প্রমাণ দিতে পারবেনা।
যদি আমার বিরুদ্ধে অভিযোগের সঠিক প্রমাণ কেউ দিতে পারেন, সব দোষ মাথা পেতে নিবো।
মূলত: এলাকার কিছু অসাধু লোক আমার সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সংবাদ কর্মীদের মাধ্যমে প্রশাসন ও এলাকাবাসীকে বিভ্রান্ত করছে।
এলাকার সামাজিক ও রাজনৈতিক একটি প্রতিপক্ষ আমাকে দীর্ঘদিন ধরে হয়রানি করছে। আমার মসৃণ যাত্রাপথ ঠেকিয়ে দেওয়ার মিশনে নেমেছে। চিহ্নিত চক্রটি অবৈধ টাকার বিনিময়ে আমাকে বিনাদোষে বিপদে ফেলার চেষ্টা করছে।
দুঃখজনক হলো, গত ১৯ জুন রামু থানায় একটি অস্ত্র মামলা হয়। উক্ত মামলায় বিনা দোষে আমাকে ৫নং আসামি করেছে। নিউজে দেখলাম রুবেল নামক এক ব্যক্তি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ওই মামলায় আমি কেন আসামি হলাম, নিজেও জানিনা।
আমি প্রশাসনের কাছে চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই, আটককৃত রুবেল এবং উদ্ধারকৃত অস্ত্রের সাথে যদি আমার কোন সম্পৃক্ততা পাওয়া যায়, আমি আমার বিরুদ্ধে আনীত সব মিথ্যা অপবাদ মাথা পেতে নিবো। আমার জীবনচলা, কর্মকান্ড ও লেনদেন তদন্ত করা হোক।
দীর্ঘ দিন ধরে একটি মহল আমার সামাজিক মান ক্ষুন্ন করতে মরিয়া। তাদের মিশন থেমে নেই। যে কোন ঘটনায় আমাকে জড়িয়ে দিতে চেষ্টা করে যাচ্ছে।
আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, সঠিক তদন্ত করুন। আমার এলাকায় খোঁজখবর নেন।
আমার এলাকার প্রতিটি ঘরে ঘরে বলবে, আমি ইমাদ সিকদার কোন প্রকৃতির লোক। সমাজের জন্য আমি উপকারী নাকি ক্ষতিকর, এলাকাবাসীর সঙ্গে কথা বলে স্পষ্ট হবেন।
দেশপ্রেমিক সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে ইমাদ সিকদার বলেন, দেশের কঠিন মুহূর্তেই আপনাদের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। আপনারা দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক। আপনাদের কাছে সঠিক এবং ন্যায় বিচার পাবো বলে আশা করি। আজীবন সততার সাথে এবং ন্যায়ের পথে থেকে জীবন পরিচালনা করেছি। আল্লাহ আমার সহায় হবেন।
ইমাদ সিকদার
পিতা: আলহাজ্ব ইদ্রিস সিকদার
ঠিকানা: পশ্চিম তিতার পাড়া, কচ্ছপিয়া, রামু, কক্সবাজার।
