নিজস্ব প্রতিবেদক, চকরিয়া;

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদ বদরখালীতে সুহায়েত (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুহায়েত একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়া এলাকার নুরুল আজিজের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে বদরখালী বাজার থেকে কয়েকজন লোকের সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সুহায়েত। পথিমধ্যে আজমনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ৪–৫ জন মুখোশধারী ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশায় এসে পেছন থেকে সুহায়েতকে লক্ষ করে গুলি ছোড়ে। গুলি তার মাথায় লাগলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

তার সঙ্গে হাঁটতে থাকা অন্যরা গুলির শব্দ শুনে পেছনে ফিরে দেখতে পান, সুহায়েত রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করলে পালানোর আগে তারা আরও গুলি ছোড়ে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “বদরখালীতে মুখোশধারীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, নিহত সুহায়েতের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা ছাড়াও আরও তিনটি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।