আজিজুর রহমান রাজু, ঈদগাঁও;
গত ৩০ জুলাই রাতে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড গজালিয়ায় তরুণ যুবকদের উদ্যোগে এক উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়।
বাবু বাজার সংলগ্ন ওয়ার্ড মেম্বার জুবায়েদ উল্লাহ জুয়েলের কার্যালয়ে আয়োজিত এ সভায় এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য জুবায়েদ উল্লাহ জুয়েল। তিনি বলেন, “যুবকরাই দেশের ভবিষ্যৎ ও এলাকার উন্নয়নের চালিকাশক্তি। আমি সবসময় তাদের পাশে থাকব।”
সভায় সভাপতিত্ব করেন জিএসবি গ্রুপের সভাপতি সাহাব উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন পশ্চিম গজালিয়া যুব উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহাগ নবাব, দায়িত্বশীল মোহাম্মদ জিসান, রাজঘাট ইউনিটি ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক আবু হানিফ নোমান, মোহাম্মদ রমজান, মিছবাহ উদ্দিন, জিএসবি গ্রুপের সাধারণ সম্পাদক সওকতুল ইসলাম, সাংবাদিক আজিজুর রহমান রাজু, তৌহিদুর রহমান, আরিফুল ইসলাম, প্রবাসী মোঃ ইমরান, কিবরিয়া, গজালিয়া ইসলামী ইয়াং সোসাইটির মোহাম্মদ শাহিন ও আব্দুল কাদেরসহ প্রায় অর্ধশতাধিক সচেতন যুবক ও তরুণ।
সভায় পশ্চিম, মধ্যম ও পূর্ব গজালিয়ার যুবসমাজের সমন্বয়ে একটি উন্নয়ন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। বক্তারা জানান, শিগগিরই একটি সুসংগঠিত ও কার্যকর কমিটি গঠন করে এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
মাদক, জুয়া ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করা হয়। একইসঙ্গে নবনির্মিত গজালিয়া সেতু দ্রুত যান চলাচলের উপযোগী করার দাবিও তোলা হয়।
সভায় অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন, “আমরা প্রবাসে থাকলেও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
সভা শেষে তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়।
এই সভা গজালিয়ার তরুণ সমাজে নেতৃত্ব, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন আয়োজকরা।
