সিবিএন ডেস্ক ;
কক্সবাজার জেলার জাতীয় গ্রিডের ১৩২ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (১ আগস্ট ২০২৫) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই শাটডাউন কার্যক্রম পরিচালনা করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)। এতে জেলার সব উপজেলাসহ উখিয়া উপজেলাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলেও লোড সাইডে (গ্রাহক প্রান্তে) বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে দুপুর ২টা পর্যন্ত সময় লাগতে পারে।
বিষয়টি নিশ্চিত করে পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ কায়জার নুর বলেন, জাতীয় গ্রিড লাইনে গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজার জেলার সব উপজেলায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি বলেন, সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উখিয়াসহ সংশ্লিষ্ট এলাকার সব গ্রাহককে এ সময় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
