পেকুয়া প্রতিনিধি:
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের ওপর গুরুত্বারোপ করে পেকুয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী “অভিভাবক ও মা সমাবেশ”।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় মাদরাসার হলরুমে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, “শুধু শ্রেণিকক্ষে পাঠদানই যথেষ্ট নয়, বরং ঘরে বসে পড়ালেখার পরিবেশ নিশ্চিত করতে হবে অভিভাবকদেরই।”
সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিনুর রশিদ। সঞ্চালনা করেন আরবি প্রভাষক মাওলানা রিদুয়ানুল হক। উদ্বোধনী বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনি বলেন, “একটি শিক্ষিত জাতি গঠনে পরিবার ও শিক্ষকের যৌথ প্রচেষ্টা অপরিহার্য। শিক্ষার্থীর চারিত্রিক ও নৈতিক বিকাশের জন্য বাবা-মার নিয়মিত খোঁজখবর রাখা জরুরি।”
প্রধান অতিথির বক্তব্যে মাদরাসা পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মো. ছাফওয়ানুল করিম বলেন, “শিক্ষার উন্নয়ন শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়; প্রতিটি ঘরে শিক্ষা ও মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলতে হবে—আমার সন্তান কী শিখছে? কোথায় যাচ্ছে? কাদের সঙ্গে মিশছে? এসব প্রশ্নই শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ।”
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সাইদুল ইসলাম, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাবেক সভাপতি এম. আবদুল্লাহ আনসারী, অভিভাবক প্রতিনিধি মাস্টার মোজাম্মেল হক, মো. আজম, শফিউল আলম, এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখে দশম শ্রেণির ছাত্র সাহেদুল ইসলাম।
সমাবেশের বিশেষ আয়োজন হিসেবে মাদরাসা পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. ছাফওয়ানুল করিমকে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
পাশাপাশি ২০২৫ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস জাগিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা আজম উদ্দিন, সাবেক সভাপতি মোহাম্মদ আরমান বিন কাসেম, সহ-সভাপতি মুবিনুর রশিদ, সাধারণ সম্পাদক ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আমজাদসহ মাদরাসার শিক্ষকবৃন্দ, শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী।
সমাবেশের সমাপ্তি বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আমিনুর রশিদ বলেন, “আমরা আগামীতে প্রতি শিক্ষাবর্ষে অভিভাবক ও মা সমাবেশ চালু রাখব, যাতে পরিবার ও প্রতিষ্ঠান হাতে হাত রেখে শিক্ষার্থীদের গড়তে পারে। একসাথে কাজ করলেই শিক্ষার মানোন্নয়নে পেকুয়ায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
