গত ২৬ জুলাই টেকনাফের ১নং হোয়াইক্যং ইউপির নয়াবাজার এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নয়াবাজার আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,কক্সবাজার জেলা চিংড়ী খামার গ্রুপ এর সাধারণ সম্পাদক, মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য, নয়াবাজার পশ্চিম সাতঘড়িয়া পাড়া দারুস সালাম জামে মসজিদের সাবেক সভাপতি, নুরুল আমিন (৭৩) নিজ বাড়িতে ইন্তেকাল করেছন, ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) বাদে মাগরিব বাহরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে সিকদারিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পুর্ণ হয়।তাঁর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা, শিক্ষক, ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, তিনি দীর্ঘদিন ধরে লিভার, টিবি, ব্লাড প্রেসার,ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভোগছিলেন।
এদিকে বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল আমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন নয়াবাজার আল আমিন পরিষদ, নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদ, নয়াবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি,কলতান সাহিত্য পরিষদ টেকনাফ, বাহরুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি, আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশন, আলহাজ্ব আসমত আলী ফাউন্ডেশন , টেকনাফ সোলতান আহমদ চৌধুরী স্মৃতি সংসদ,
প্রসঙ্গত: সমাজ সেবক শিক্ষানুরাগী নুরুল আমিন, রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও মহেশখালীয়া পাড়া বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠিতা সভাপতি, নয়াবাজার এলাকার মরহুম আলহাজ্ব আলী মিয়ার ১ম পুত্র।
নুরুল আমিনের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক প্রকাশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
