মো. আরকান, সিবিএন:
কক্সবাজারে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আইনগত সহায়তা কার্যক্রমকে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একইসাথে, নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জেন্ডার সংবেদনশীল আইনি পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভাটি আয়োজন করে “ভয়েস ফর চেইঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি” প্রকল্প, যা বাস্তবায়ন করছে খান ফাউন্ডেশন এবং অর্থায়ন করছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)।
সোমবার (২৮ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ছৈয়দ আলম। সভা সঞ্চালনায় ছিলেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা আবু ছালাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সাজ্জাতুনেছা লিপি। তিনি বলেন, “সারাদেশের মতো কক্সবাজারেও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার আইনগত সহায়তার যে সুযোগ তৈরি করেছে, সেটি এখনো পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আইনগত সহায়তা কমিটি গুলোকে নিয়মিত ও কার্যকর করতে পারলে আইনি সেবা অনেকটাই জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পালস বাংলাদেশের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা বারের সিনিয়র সহ-সভাপতি এড. মো. ফরিদ উদ্দিন ফারুকী, সহ-সভাপতি এড. মোহাম্মদ ইউনুস এবং সেক্রেটারি এড. মো. তৌহিদুল আনোয়ার।
বক্তারা বলেন, শুধু আইনি সেবা প্রদান নয়—জনগণ যেন তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং আইনি সহায়তা গ্রহণে সংকোচ না করে, সে বিষয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং পারিবারিক নির্যাতনের মতো ইস্যুতে তৃণমূলে সচেতনতা বাড়ানো ও দ্রুত আইনি প্রতিকারের ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।
সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ইউনিয়ন ও উপজেলা লিগ্যাল এইড কমিটিকে সক্রিয়করণ, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছানো, জেন্ডার সংবেদনশীল আইনি পরিবেশ সৃষ্টি, আইনি সহায়তায় সামাজিক সংগঠন ও আইনজীবীদের ভূমিকা।
এছাড়াও আলোচনা হয়, কীভাবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, ভিকটিমদের মনো-সামাজিক সহায়তা এবং আইনি পরামর্শ সহজলভ্য করা যায়।
সভায় অংশগ্রহণ করেন কক্সবাজার জেলা বারের পিপি ও এপিপি, প্যানেল আইনজীবী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, স্থানীয় এনজিও প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যসহ মোট ২৫ জন প্রতিনিধি। সকলে তৃণমূলে বিচারিক সেবাকে মানুষের নাগালে আনার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
