সিবিএন:
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আমিন (৭৩) ইন্তেকাল করেছেন। আজ শনিবার বেলা ২টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বাদ মাগরিব নয়াবাজার মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

নুরুল আমিন মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি ওই এলাকার মরহুম আলহাজ্ব আলী মিয়ার প্রথম পুত্র।