রামু প্রতিনিধি;
গত ২৫ জুলাই (শুক্রবার) দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় “রশিদনগরে দলীয় পদ ব্যবহার করে ত্রাসের রাজত্ব করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যমূলক এই সংবাদের প্রতি আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ধরনের খবর কিসের ভিত্তিতে পরিবেশিত হয়েছে—তা আমার বোধগম্য নয়। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই কিছু অর্থের বিনিময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ পরিবেশন করা হলে, তা কেবল সাংবাদিকতার মানহানি ঘটায়।
আমি মুসলেহ উদ্দীন চৌধুরী, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রশিদনগর ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমি একজন সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান। কোনো চাঁদাবাজি বা ত্রাস সৃষ্টির মাধ্যমে নয়—পৈতৃক সম্পত্তির সহায়তায় আমি আমার পরিবার নিয়ে সম্মানজনক জীবনযাপন করছি।
সংবাদে যেসব মামলার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো ছিলো রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। আমি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হয়ে সব মামলায় খালাস পেয়েছি। এরপরও কিছু দালাল ও এলাকার সুবিধাভোগী মহল টাকা দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করিয়েছে।
আমি এইসব ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। কেউ প্রমাণ করতে পারবে না যে, আমি এসবের সঙ্গে জড়িত। এসব অভিযোগ নিছকই কাল্পনিক ও হাস্যকর গল্প।
অতএব, আমি সর্বসাধারণকে অনুরোধ করছি—এই ধরনের বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে যেন কেউ বিভ্রান্ত না হন।
প্রতিবাদকারী:
মুসলেহ উদ্দীন চৌধুরী
সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
রশিদনগর ইউনিয়ন, রামু, কক্সবাজার।
