নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. কুতুব উদ্দিন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শাহআলম সিকদার, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, দিগরপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ফাঁসিয়াখালী ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফজল কবির, এবং পেকুয়া শহীদ জিয়া উপকূলীয় কলেজের অধ্যাপক দেলোয়ার হোসেন।
সমাবেশে উপস্থিত অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং ভালো ফলাফলের বিষয়ে মতামত দেন। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজনিত নানা সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং তা সমাধানে প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
