সিবিএন ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল পরীক্ষা রেজাল্ট গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। কক্সবাজার জেলার একমাত্র আইন শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার আইন কলেজ থেকে এ পরীক্ষায় ২০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এই পরীক্ষায় ৪১৫ নম্বর পেয়ে মেধাতালিকায় কলেজের দ্বিতীয় স্থান অধিকার করেছেন কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুবক্কর ছিদ্দিক।
আবুবক্কর ছিদ্দিক কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০১১ সালে খুরুশকুল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৩ সালে কক্সবাজার সিটি কলেজ থেকে এইচএসসি, ২০১৭ সালে ব্যবস্থাপনায় বিবিএ (অনার্স) এবং ২০১৮ সালে একই বিষয়ে এমবিএ (মাস্টার্স) সম্পন্ন করেন।
সম্প্রতি তিনি কক্সবাজার আইন কলেজ থেকে এলএলবি ফাইনাল পরীক্ষা সফলভাবে শেষ করে কলেজের ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
