নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় একটি ভাড়াবাসা থেকে ফারসা মুবিন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারসা মুবিন পেকুয়া উপজেলার গোয়াখালী এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে। তিন বছর আগে মগনামা ইউনিয়নের কাঠমিস্ত্রি নাজেম উদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তার বিয়ে হয়। এ দম্পতির এক কন্যাসন্তান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মৌলভীরচর এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন।

নিহতের পরিবারের বরাতে জানা গেছে, ফারসার বড় ভাই বিদেশ থেকে আসছেন এমন খবর পেয়ে তিনি মঙ্গলবার বাপের বাড়ি যান। পরে রাতে স্বামীর বাসায় ফিরে মধ্যরাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের কেউ কেউ এ মৃত্যুকে রহস্যজনক বলেও মনে করছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নিহত গৃহবধূর মরদেহ ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক অভিমান থেকে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান তিনি।