ওমর ফারুক, উখিয়া:
নারীর অধিকার, নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার উদ্দেশ্যে উখিয়ায় দিনব্যাপী নারী ক্ষমতায়ন সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে উখিয়া উপজেলা হল অডিটোরিয়ামে সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে কক্সবাজার জেলার ৩০টি স্বেচ্ছাসেবক সংগঠনের প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর অংশগ্রহণকারী সংগঠনগুলোর পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইউথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (YOSD)। অনুষ্ঠান সঞ্চালনা করেন YOSD-এর ডিরেক্টর কফিল উদ্দিন।

আলোচনায় বক্তারা নারীর ক্ষমতায়ন, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা, নারী নেতৃত্ব বিকাশ এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সামাজিক বৈষম্য দূর করে নারীদের আত্মনির্ভরশীল করতে সরকার, বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
সম্মেলনের সাংস্কৃতিক পর্বে YOSD ডান্স প্রজেক্টের সদস্যরা নৃত্য, গান ও কবিতা পাঠের মাধ্যমে পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিডি ক্লিন উখিয়া টিমসহ ৩০টি সংগঠনকে স্বীকৃতি দেওয়া হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, নারী ক্ষমতায়ন সম্মেলন-২০২৫ সমাজে নারীর অধিকার ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারিত হবে।
