সিবিএন ডেস্ক:
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও পরে একজন কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, অগ্নিকাণ্ডের সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না। আগুন নির্বাপণের কাজ চলমান রয়েছে এবং জাহাজটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, জাহাজের ভেতরের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় থাকা এক কর্মচারীর মরদেহ সম্পূর্ণ ভস্মীভূত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, জাহাজে আরও কেউ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
