সংবাদদাতা:

লামা–চকরিয়া সড়কের লামা ভিউ পয়েন্ট সংলগ্ন একটি ঝুঁকিপূর্ণ মোড়ে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি খাদে পড়ে যায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে চালক।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটিতে মোদি দোকানের মালামালসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হচ্ছিল। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত চালক আহত হননি। এতে বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

স্থানীয়রা জানান, লামা ভিউ পয়েন্টের পাশের ওই মোড়টি অত্যন্ত বিপদজনক। অপর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড ও বাঁকযুক্ত সড়কের কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।