সিবিএন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় র‌্যাবের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার।

র‌্যাব জানায়, মাদক ও চোরাচালান বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কামাল হোসেন (পিতা–মৃত সিরাজ মিয়া) এর মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আসাদ উল্লাহর ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। পরে আসামিদের দেখানো মতে ওই বাসার ড্রইং রুম থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বাংলাদেশ প্রসঙ্গে ভারতকে হুঁশিয়ারি মুসলিম লীগ নেতার

‘এই বাংলাদেশকে আমি চিনতে চাই না’, দেবের পর এবার বাংলাদেশ নিয়ে মন্তব্য মিঠুনের

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের পদুয়ার মকবুল আহমেদের ছেলে আসাদ উল্লাহ (৪৬) এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত মো. বশরুর ছেলে  জালাল আহমেদ (৬৫)।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।