আব্দুস সালাম, টেকনাফ;
দেশীয় লবণের ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে টেকনাফ উপজেলার লবণ উৎপাদনকারী ও প্রান্তিক চাষা কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে টেকনাফ শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা লবণ উৎপাদনকারী ও প্রান্তিক চাষা কল্যাণ পরিষদের আহ্বায়ক শফিক মিয়া।
এসময় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চৌধুরী, লবণ চাষী মৌলভী আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন হ্নীলা লবণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আনিম, অর্থ সম্পাদক আব্দুল গাফফার সহ লবণ উৎপাদনকারী ও প্রান্তিক চাষারা।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চৌধুরী বলেন, “সরকার কর্তৃক লবণ আমদানির অনুমতি অবিলম্বে বাতিল করা হোক। পাশাপাশি দেশীয় চাষাদের স্বার্থে লবণের ন্যায্যমূল্য নির্ধারণ জরুরি।”
আহ্বায়ক শফিক মিয়া বলেন, “চাষারা লবণের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এই পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে চলা ও সন্তানদের পড়ালেখা চালানো কঠিন হয়ে পড়েছে। দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকলেও আমদানির অনুমতি দেওয়ায় উৎপাদনে নিরুৎসাহিত হচ্ছেন চাষারা। অনেকেই লবণ উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার লবণের দাম অনেক কমে গেছে।”
তিনি আরও বলেন, “চাষাদের স্বার্থে দ্রুত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”
