আব্দুস সালাম, টেকনাফ:

টেকনাফে পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার জিন্নাখাল এলাকা এবং দমদমিয়া চেকপোস্টে এসব অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মো. শফি’র ছেলে মো. গফুর আলম (২৪) এবং হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার নজু মিয়ার ছেলে মো. হেলাল উদ্দিন (৫০)।

টেকনাফ ২–ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে মাছ ধরার ছদ্মবেশে একটি নৌকা জিন্নাখালের দিকে আসতে দেখা যায়। বিজিবির কৌশলগত টহলদল তৎপরতা বুঝতে পেরে পাচারকারী চক্রের একজন সদস্য হাতে থাকা কালো ব্যাগসহ কাদায় ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। ব্যাগ তল্লাশিতে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। চক্রের বাকি দুইজন নৌকা নিয়ে মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়।

এদিকে একই দিন সকালে দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস (কক্সবাজার জ-১১-০২৬৮) তল্লাশির সময় কে-৯ দল ও নারকোটিক্স ডগ ‘মেঘলা’ বাসের বক্সে থাকা মুরগির বিষ্ঠা ভর্তি বস্তায় মাদকের সংকেত দেয়। পরে বস্তা থেকে ২০ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট যাত্রীকে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা, চোলাই মদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানব ও মাদক পাচারসহ সীমান্তবর্তী সব ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।