চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় চেকপোস্ট তল্লাশিতে ২০ হাজার ইয়াবাসহ একটি টয়োটা নোয়া গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর রাত ৩টা ৩০ মিনিটের দিকে ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় এ অভিযান চালানো হয়।

চকরিয়া থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ রিংভং চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি টয়োটা নোয়া গাড়ি থামিয়ে তল্লাশি করেন। এসময় গাড়ির ভেতর থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই গাড়িচালক মো. জসিম হাওলাদার (৩৯)–কে গ্রেপ্তার করা হয়। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সলিমপুর এলাকার সফি হাওলাদারের ছেলে।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি টয়োটা নোয়া গাড়ি ও একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃত আসামিকে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।