চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে রিজুয়ারা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজুয়ারা বেগম চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালাকাটা উলুঘোনা চরপাড়া এলাকার আশরাফ মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী সৈকত এক্সপ্রেসের ইঞ্জিন বগির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন সোমবার ভোরে উত্তর হারবাং নতুনবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি প্রাণ হারান। পরিচয় নিশ্চিত না হওয়ায় তাঁর মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।