সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ কমিউনিটি প্যরামেডিক অর্গানাইজেশনের চট্টগ্রাম বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) চট্টগ্রামে একটি অভিজাত রেস্টুরেন্টে সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন চট্টগ্রামের ১১টি বিভিন্ন জেলা থেকে আগত কমিউনিটি প্যরামেডিক নেতৃবৃন্দ।

চট্টগ্রাম বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মোহাম্মাদ শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একচুয়াল গ্রীন কর্পোরেশনের চেয়ারম্যান ফজলে করিম ভূঁইয়া,(সাবেক সেনা কর্মকর্তা)।

আরও পড়ুন

চার মাস আগে বদলি, তবু কক্সবাজার ছাড়ছেন না সার্ভেয়ার হাসান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইন।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন তপন মজুমদার।

পবিত্র কোরআন তেলাওয়াতের ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

সভায় বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন কমিউনিটি প্যরামেডিকরা। এদেরকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা প্রয়োজন। বক্তারা সরকারের কাছে তাদের পেশাগত স্বীকৃতি ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

তারা জানান, বহির্বিশ্বের মতো বাংলাদেশেও কমিউনিটি প্যরামেডিক পেশাজীবীদের ভূমিকা আরও সুসংগঠিত এবং সুনির্দিষ্ট করতে কাজ করে যাচ্ছে এই অর্গানাইজেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল, সহ সভাপতি রুস্তম আলী, সহ সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল ফেনী, কোষাধ্যক্ষ, সামিউন আরাফাত, দপ্তর সম্পাদক /তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজাদ উদ্দীন নোয়াখালী, অর্থ সম্পাদক এম এ সালেহ, মোঃ সাহেদ, মোঃ কামাল, আফনান চৌধুরী, কামরুজ্জামান, ওয়াহিদ আলম, ইসমাইল (ব্রাহ্মণবাড়িয়া), মোঃ মিজান, মোঃ সাজ্জাদ, মোঃ সালামতউল্লাহ, আব্দুল করিম, জেসমিন, লাখি, আরিফুর ইসলাম।

ভবিষ্যতে দেশব্যাপী আরও কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটিকে জাতীয় পর্যায়ে আরও সুসংহত করা হবে বলে অনুষ্ঠান আয়োজকরা জানান।