নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :

চকরিয়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোট পাঁচটি স্মার্টফোন উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের দিকনির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব ফোন উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া থানার এসআই সোহরাব সাকিব এবং এএসআই খলিলুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ও হারানো পাঁচটি ভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইলগুলো পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের কাছে হস্তান্তর করেন অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তারা।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “উদ্ধার হওয়া মোবাইলের প্রকৃত মালিকানা যাচাই-বাছাই শেষে সেগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হবে।”