আব্দুস সালাম,টেকনাফ :
টেকনাফে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে দুই দিন পর অপহৃত কলেজ ছাত্র হাসান শরীফ প্রঃতাহসিন (২৪)কে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৫।
মঙ্গলবার (১১নভেম্বর) রাতে সাবরাং ইউনিয়নের চান্ডলী পাড়া থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
বুধবার (১২নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক।
তিনি জানান, রোববার (৯নভেম্বর) বিকালে টেকনাফ পৌরসভার মায়মুনা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মোটরসাইকেলে এসে ৪-৫জন ব্যক্তি ভিকটিম হাসান শরীফকে জিম্মি করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমের মায়ের নাম্বারে ফোন করে হত্যার হুমকি দিয়ে ৩০লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অপহরণের পরপরই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। মঙ্গলবার রাতে সাবরাং ইউনিয়নের চান্ডলী পাড়ায় অভিযান চালিয়ে হাসান শরীফকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ সময় অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় হাসান শরীফ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, পলাতক অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।