ঈদগাঁও প্রতিনিধি;
কক্সবাজারের ঈদগাঁও বাজারে নির্মাণাধীন নতুন বাজার সেটে দোকান বরাদ্দকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগ পেয়েছে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় উপজেলা প্রশাসন এক সতর্কবার্তা জারি করে জানিয়েছে—ঈদগাঁও বাজার সেটের নির্মাণকাজ এখনো সম্পূর্ণ হয়নি। ফলে দোকান বরাদ্দের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ বা অনুমোদন দেওয়া হয়নি।
প্রশাসন ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে সতর্ক করে জানায়, নির্মাণাধীন বাজার সেটে দোকান বরাদ্দের নামে কেউ যেন কোনো আর্থিক লেনদেনে সম্পৃক্ত না হন। কেউ প্রতারিত হয়ে অর্থ লেনদেন করলে তার দায় সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।
উপজেলা প্রশাসন আরও জানায়, বাজার সেটের নির্মাণকাজ শেষ হলে সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দোকান বরাদ্দ দেওয়া হবে।
সতর্কবার্তায় সবাইকে প্রতারণা ও অসাধু চক্রের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়ে বলা হয়—দোকান বরাদ্দ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।
