আব্দুস সালাম, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়ার আব্দুল মোনাফের ছেলে মো. শাকের (৪০) এবং একই ইউনিয়নের নাজিরপাড়ার গুরা মিয়ার ছেলে মো. জাকির (৩৫)।
রবিবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, শনিবার (১ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবা চালান টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় মো. শাকেরের বসতবাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ও র্যাবের একটি যৌথ দল অভিযান চালায়।
অভিযান চলাকালে বাড়ির দক্ষিণ কোণে সুপারি বাগানের পাশে টয়লেটের ভেতর থেকে অভিনব কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে আটক করা সম্ভব হলেও আরও দুই-তিনজন পাচারকারী পালিয়ে যায়।
ধৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানায়, মিয়ানমারে অবস্থানরত মাদক সরবরাহকারীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে তা বিভিন্ন মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করত।
লে. কর্নেল আশিকুর রহমান আরও বলেন, “উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল ছোবল থেকে দেশকে রক্ষায় বিজিবি ও র্যাব ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থাকবে।”
