পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম নন্দীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন ওই এলাকার মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।
স্থানীয় আইয়ুব নামের এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় নেজাম উদ্দিন বাড়ির চারপাশে থাকা গাছের ডাল কাটতে গাছে ওঠেন। একটি গাছের ডাল কাটার পর আরেকটি গাছে উঠতেই হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা মৃত অবস্থায় তাকে গাছ থেকে নামিয়ে আনেন।
পেকুয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছালেক বলেন, নেজাম উদ্দিন শান্ত ও পরিশ্রমী মানুষ ছিলেন। কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন। বাড়ির গাছ কাটতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
