নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মো. সিরাজুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ওই এলাকার ওমর আলীর ছেলে এবং ‘নেজাম গ্রুপ’-এর সদস্য বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ ও রামপুর এলাকায় জাহাঙ্গীর আলম ও নেজাম উদ্দিন নামের দুই ব্যক্তির নেতৃত্বে দুটি গ্রুপ চিংড়িঘের দখল ও চাঁদা আদায় নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জাহাঙ্গীর গ্রুপ থেকে বের হয়ে নেজাম উদ্দিন আলাদা একটি গ্রুপ গঠন করেন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

এরই জেরে শনিবার সকাল থেকে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও থেমে থেমে গোলাগুলি চলে। দুপুরে চারা বটতলী এলাকায় সংঘর্ষের একপর্যায়ে নেজাম গ্রুপের সদস্য সিরাজসহ অন্তত চার-পাঁচজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চকরিয়া থানার ওসি (তদন্ত) ইয়াসিন মিয়া জানান, চিংড়িঘেরের আধিপত্য নিয়ে গুলিতে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”