মহেশখালী প্রতিনিধি:
হাজারো নেতাকর্মী ও জনতার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন যুবদলের একনিষ্ঠ নেতা রিয়াদ মোহাম্মদ আরাফাত হোসাইন এর জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজারর নামাজ শেষে স্থানীয় পুরান বাজার কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।
হাজার হাজার দলীয় নেতাকর্মীও স্বজনদের কাঁদিয়ে তিনি অকালেই নিলেন শেষ বিদায়।
তাঁর জানাযার নামাজে সর্বস্তরের শোকাহত মানুষের ঢল নামে। চারদিকে আবেকঘনময় পরিবেশ সৃষ্টি হয়। মহেশখালীর আদর্শিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় হয়েছে। এদিকে গতকাল সকালে রিয়াদের মরদেহ উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পুরান বাজার গ্রামে পৌঁছায়। এ সময় তাঁর মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। তিনি আর্তনাদ করে বলেন, ‘ও বাবা, কোথায় তুমি আমারে মাটি দিয়া যাবা, আজ তোমারে আমাদের মাটি দিতে হবে।’
যুবদল নেতা রিয়াদের এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ। তিনি তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দলের এক নিবেদিত প্রাণ হারিয়েছে। এদিকে মরহুমের জানাযার নামাজে অংশ গ্রহণ করে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক এমপি জেলা বিএনপির সহ-সভাপতি এটি.এম নুরুল বশর চৌধুরী, সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আজাদ, মহেশখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ মিয়া আরমান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু তালেব, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীব, উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রানা চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক কাইছার হামিদ, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক আরিফুল কাদের চৌধুরী ও সদস্য সচিব হোসাইন মাসুম, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ছাবের হোসাইন, মাতারবাড়ী যুবদলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন মানিক, ব্যবসায়ী আপন চৌধুরী প্রমূখ।
এছাড়াও বিএনপির নেতা রিয়াদের এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বসহ পেশাজীবিরা। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম ও মহেশখালী অনলাইন প্রেসক্লাব। তারা শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা রিয়াদের জীবন ও কর্ম স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জানাযার নামাজে পুরো কক্সবাজারের বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মী ছাড়াও শোকাহত মানুষের ঢল নামে।
উল্লেখ্য, মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াদ মুহাম্মদ আরফাত শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৩২ বছর। বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্ট্রোকজনিত জটিলতায় শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রিয়াদ মুহাম্মদ আরফাত মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
দলীয় সহকর্মীদের ভাষায়, রিয়াদ ছিলেন তরুণ প্রজন্মের কাছে একজন উদ্যমী, সৎ ও নিবেদিতপ্রাণ সংগঠক। তার মৃত্যুতে মাতারবাড়ীসহ পুরো মহেশখালীর গন্ডি ফেরিয়ে কক্সবাজার শোকের ছায়া নেমে এসেছে।
