এম. মনছুর আলম, চকরিয়া  :

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন সাগর (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী ইগলু আইসক্রিমের একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন সাগর গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”