ইমাম খাইর, সিবিএন:
দেশ ও মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত কক্স ভিশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর শহরের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে ষষ্ঠ বার্ষিক সাধারণ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্স ভিশনের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম।
ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোহাম্মদ সিরাজুল কবিরের সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত সদস্যরা নিজস্ব মতামত পেশ করেন।
সবার প্রিয় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ডিরেক্টর ও শেয়ারহোল্ডারগণ গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পেশ করেন
ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোহাম্মদ সিরাজুল কবির।
সাধারণ সভার আগে অনলাইন এবং অফলাইনে নতুন পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ভোটে এড.মোহাম্মদ নুরুল ইসলাম চেয়ারম্যান, সাংবাদিক এম আর মাহবুব ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ সিরাজুল কবির ব্যবস্থাপনা পরিচালক, জালাল আহমদ সহ ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ শামসুল হুদা পরিচালক (অর্থ) ও মোহাম্মদ কাসেম পরিচালক (ইনভেস্টমেন্ট) পদে হয়েছেন।
এছাড়া মোহাম্মদ শফি উল্লাহ, মাওলানা আবু মূসা, ড.মোহাম্মদ হাসমত আলী, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, মাহবুবুল আলম পরিচালনা পর্ষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট রেজাউল করিম রেজা।
এ সময় পরিচালক এডভোকেট আবুল আলা, মীর হোসেন, ফরিদ উদ্দিন, সিরাজুল ইসলাম, সাবেক ব্যাংকার ফরিদুল আলম, আবুল কাশেম, মুমিনুল হক খান সুজন, জালাল আহমদ, শাহরিয়ার হাসানসহ শেয়ারহোল্ডার ও নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১১ সালে কক্স ভিশন প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই ব্যবসার পাশাপাশি সমাজ শিক্ষা ও সেবামূলক কর্মাকান্ড পরিচালিত হয়ে আসছে। আগামীতে আরো বৃহৎ পরিসরে কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে কক্স ভিশন পরিচালনা পর্ষদ।
এজিএম শেষে কক্স ভিশনের সদস্যরা ভ্রাতৃত্বের বন্ধনে, ফটোসেশনে আবদ্ধ হন।
দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কক্স ভিশনের বার্ষিক সাধারণ সভা, নির্বাচিত হলো নতুন নেতৃত্ব
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
