ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজারের পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চরপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মরহুম সিরাজুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ঈদগাহ মানবিক ফাউন্ডেশন।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসতিয়াক হাদি ও সাংগঠনিক সম্পাদক জুবাইর।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদের সার্বিক তত্ত্বাবধানে এ আর্থিক সহায়তা স্পন্সর করেন ঈদগাঁও বাহাজা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির সিইও ও সংগঠনের শুভাকাঙ্ক্ষী হাসনাত মোহাম্মদ বিজয়।
১৪ অক্টোবরের অগ্নিকাণ্ডে পরিবারটি ঘরবাড়ি ও সব মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়লে মানবিক সহায়তার হাত বাড়ায় সংগঠনটি।
সহায়তা প্রদানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
