মো. আরাফাত সানি, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফে বাসযাত্রী সেজে ইয়াবা পাচারের সময় বিউটি আক্তার (২৫) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বুধবার (২২ অক্টোবর) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটক বিউটি আক্তার ঢাকার সাভার থানার ডেন্ডাবর গ্রামের বাবুল আক্তারের মেয়ে।

লে. কর্নেল জসীম উদ্দিন জানান, মঙ্গলবার গভীর রাতে টেকনাফের হ্নীলা থেকে ঢাকাগামী স্কার ট্রাভেলসের স্লিপার বাস হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা বাসটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে যাত্রী বিউটি আক্তারের সিটের ফোমের নিচে স্কচ টেপে মোড়ানো একটি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিউটি স্বীকার করেন, ইয়াবাগুলো ঢাকায় পৌঁছে দিলে তাকে ২০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার কথা ছিল।

লে. কর্নেল জসীম উদ্দিন আরও জানান, “ঘটনার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও আটক নারীকে আইনগত ব্যবস্থা গ্রহণের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।