পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাঈমা জন্নাত নুরী (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মাতবর পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরী স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহর মেয়ে এবং কাছাকাছি একটি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ফিরে বাড়ির আঙিনায় খেলছিল নুরী। এক পর্যায়ে পরিবারের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা তাকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে। দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাবিহা মেহজাবিন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নুরীর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নরুল আলম।