আজিজুর রহমান রাজু :

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার’স সোসাইটি। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাইক্ষ্যংদিয়ায় এক অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি।

সম্প্রতি আয়োজিত ওই বিয়েতে কনের মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনের অ্যাডমিন ওয়াসিম মোহাম্মদ রিফাত ও কার্যকরী সদস্য জয়নাল। মানবিক এই সহায়তা পেয়ে কনের পরিবার সংগঠনের সকল সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।

অ্যাডমিন ওয়াসিম মোহাম্মদ রিফাত বলেন, “সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই আমরা শুধু রক্তদান নয়, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত আছি। সমাজের অসহায়, দুঃস্থ ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। প্রতিটি ছোট পদক্ষেপ যেন মানুষের মুখে হাসি ফোটায়, সেটাই আমাদের কামনা।”

বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার’স সোসাইটি যুব উন্নয়ন অধিদপ্তর অনুমোদিত একটি সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন। রক্তদান কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি ক্যান্সার আক্রান্ত রোগী, গর্ভধারণ ও প্রসবজনিত সমস্যায় থাকা নারী, মেধাবী শিক্ষার্থী এবং দরিদ্র পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়ে থাকে।

সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন— মানবতার সেবায় প্রতিটি ছোট উদ্যোগই সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনে।