এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মো. আবদুল মান্নান মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসককে স্বাগত জানান দায়িত্বপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, প্রশাসনিক কর্মকর্তা ও পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং পরিষদের সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যদের নাগরিক সেবা প্রদানে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “কোনো নাগরিক যেন তার ন্যায্য সেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।”
এছাড়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও সচেষ্ট থাকার নির্দেশ দেন জেলা প্রশাসক।