অবৈধ বালু ও কাঠ পরিবহন বন্ধে প্রশাসনের জোর পদক্ষেপ
আজিজুর রহমান রাজু :
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া প্রবেশপথ শাহ ফকির বাজারে ২০ অক্টোবর সকালে অস্থায়ী ব্যারিকেড স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগের উদ্দেশ্য অবৈধ বালু ও কাঠ পরিবহন রোধ করা এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানিয়েছেন, এ ব্যারিকেডে কোনো প্রকার টোল আদায় করা হবে না। এটি সম্পূর্ণ টোলবিহীন এবং প্রশাসনের নিয়ন্ত্রণাধীন। আমাদের একমাত্র লক্ষ্য জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণ।
ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে চলা অবৈধ কার্যক্রম বন্ধ রাখতে এই পদক্ষেপ কার্যকর হবে। কেউ যেন ব্যারিকেডের সুযোগে টোল আদায় বা হয়রানি করতে না পারে, তার জন্য আমরা সতর্ক থাকব। এছাড়া ইউনিয়ন পরিষদের চৌকিদার ও স্বেচ্ছাসেবীরা রাতেও দায়িত্ব পালন করবেন।
রাজঘাট ফরেস্ট বিট অফিসার শাহ আলম জানান, ব্যারিকেড স্থাপনের ফলে বনভূমি সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা হবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে কার্যকর ও প্রশংসনীয় হিসেবে দেখছেন, তারা বলেন, এখন আর রাতে ট্রাক নিয়ে অবৈধ বালু ও কাঠ নেওয়া যাবে না। এটি অস্থায়ী হলেও খুব কার্যকর। আমরা চাই এটি স্থায়ীভাবে নিয়ন্ত্রণে থাকুক।
